ফিজিওথেরাপি চিকিৎসক ডা. শৈলেন্দু বিকাশ মজুমদার এর চির বিদায়

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা এর প্রভাষক ও ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ শৈলেন্দু বিকাশ মজুমদার ক্যান্সারে ভুক্তভোগী হয়ে ৫৬ বছর বয়সে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে রেখে তিনি আজ সকালে ইসলামি ব্যাংক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র ডা. শৈলেন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি অধীনে পঙ্গু হাসপাতাল ( নিটোর-2G- 2nd Batch ) থেকে ফিজিওথেরাপি পেশায় স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন এবং পরবর্তীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ।

বাংলাদেশে ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এর সাধারণ সদস্য ডা. শৈলেন্দু বিকাশ মজুমদার।

কর্মজীবনে তিনি সরকারী ভাবে পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল পেশা ও শিক্ষকতা করেন এবং রাজধানীর গোপীবাগে দীর্ঘ ৩০ বছর এর অধিক সময় জনমানুষের সেবায় পেশা চর্চা করেন । আমৃত্যু তিনি জনমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন ।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের সকল সদস্যরা যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য আমরা সকলের দোয়া কামনা করছি ।

আপনার মতামত দিন :