শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষের পাশে ওয়েলবিং ফাউন্ডেশন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মে ১, ২০২৪

আজ ১ মে, মহান শ্রমিক দিবস , শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।

ওয়েলবিং ফাউন্ডেশন পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি সম্মান জানাতে আজ ঢাকার কল্যাণপুরে দিনমজুর, রিকশাচালক, সিএনজি চালক,পথচারীসহ প্রায় ১ হাজার শ্রমজীবী মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়-সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের সমন্বয়ক রাকিব হাসান অভি, গোলাম মাবুদ,তাসমিম সুলতানা সহ সেচ্ছাসেবীরা।

কার্যক্রম প্রসঙ্গে সংগঠনটির সমন্বয়ক,
মোঃ রাকিব হাসান অভি বলেন,আজ ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আর গত কিছুদিন ধরে সারাদেশেই প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা খুবই কষ্ট করছে। তাই এই তাপপ্রবাহে এবং আজকের দিনে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের প্রতি কৃতজ্ঞতা ও স্বস্তি দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, আমাদের কার্যক্রমে অন্যতম একটি বিষয় ছিল জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণ। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিছু সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছি। এদিকে তীব্র গরমে পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরাও খুশি।

আপনার মতামত দিন :