বাংলাদেশকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান

Selim Selim

Reja Sobuj

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

জয়শূন্য সুপার এইট

সেমিফাইনালের স্বপ্ন এক সময় বেশ বাস্তব ছিল বাংলাদেশের। সেটি হয়নি। শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হেরেই বসেছে নাজমুল হোসেনের দল। সুপার এইটে জয়শূন্য থেকেই তাই দেশে ফিরতে হচ্ছে তাদের। বাংলাদেশের হারে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকেও, সেমিফাইনালে চলে গেছে আফগানিস্তান। এ ম্যাচের বিস্তারিত ঘটনাক্রম পড়ুন নিচে—

বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি, তাকিয়ে অস্ট্রেলিয়াও

ভারতের সঙ্গে ম্যাচশেষে বলা মিচেল মার্শের কথায় হয়ত ফুটে ওঠে অনেক কিছু।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তবে এ ম্যাচের ওপর নির্ভর করছে কার্যত তিন ম্যাচের ভাগ্য। গতকাল রাতে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে ভারত। এখনো সুযোগ আছে বাকি তিন দলের।

কাজটি সবচেয়ে কঠিন বাংলাদেশের। সেমিফাইনালে যেতে আফগানিস্তানকে হারিয়ে পেতে হবে ২ পয়েন্ট, সঙ্গে নেট রানরেটেও টপকে যেতে হবে অস্ট্রেলিয়াকে (-০.৩৩১)। ফলে আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। বাংলাদেশের নেট রানরেট এখন -২.৪৮৯। ধরা যাক, আগে ব্যাটিং করে ১৪০ রান করল বাংলাদেশ। তাহলে আফগানিস্তানকে হারাতে হবে অন্তত ৬২ রানে। আর আফগানিস্তান আগে ব্যাটিং করলে ১৪০ রান করলে সেটি পেরোতে হবে ১২.৩ ওভারের মধ্যে। অবশ্য শেষ বলে ছক্কা মারলে সে সুযোগ থাকবে ১৩.১ ওভার পর্যন্ত।

এর কম ব্যবধানে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায়, তাহলে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া। মানে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যেতে আজ বাংলাদেশের জয় প্রয়োজন, কিন্তু সেটি বড় ব্যবধানে নয়।

আফগানিস্তানের সমীকরণ সেখানে সরল—বাংলাদেশকে হারালেই নিশ্চিত সেমিফাইনাল। সেন্ট ভিনসেন্টের ম্যাচে দুই দল খেললেও তাকিয়ে আরেক দল। ও হ্যাঁ, এ ম্যাচের ফলের দিকে তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকাও। আগেই সেমিফাইনালে যাওয়া দলটির প্রতিপক্ষ যে নিশ্চিত হবে এ ম্যাচে। আগামী ২৭ জুন সকালে প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ সময় সে দিন রাতে পরের সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলবে ইংল্যান্ড।

বিশ্বকাপে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশকে হারাতে পারেনি আফগানিস্তান, দুদল খেলেছে ৪টি ম্যাচ

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সঙ্গে দুই অধিনায়ক। টসে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। কন্ডিশন দেখে আগে ব্যাটিং করাকে সেরা অপশন মনে হচ্ছে তাঁর। মৌলিক ব্যাপারগুলো ঠিক রেখে উপভোগ করার মন্ত্র তাঁর। অপরিবর্তিত দল তাঁদের।

দলে এলেন তাসকিন-সৌম্য

দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে সহ-অধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকারকে। বাদ পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান।

যে দল এখন পর্যন্ত সুপার এইটে একটা ম্যাচও জেতেনি, সেই দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলাটাই তো কেমন! অথচ কথা হচ্ছে। সুপার এইটের শুরুতে মনে হয় না কেউ ভেবেছিলেন, একটি মাত্র জয় নিয়েই সেমিফাইনালে উঠে যাওয়া সম্ভব। এখন যা মোটেই অসম্ভব বলে মনে হচ্ছে না।

আপনার মতামত দিন :