করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে বিসিবিও Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এটা দুপুরের খবর। ক্রিকেটারদের দেখাদেখি করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আজ সন্ধ্যায় বিসিবির এই উদ্যোগের কথা জাগো নিউজকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। তারা দু’জন জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা সংকট মোকাবিলায় দেশ ও জাতির সেবার সরকারের পাশে দাঁড়াতে চায় এবং দাঁড়াবে। প্রসঙ্গতঃ ক্রিকেটারদের অর্থ দেয়ার ঘোষণার মুহূর্ত থেকে ক্রিকেট অনুরাগীদের মুখে একটি কথাই উচ্চারিত হয়েছে। তাহলো- জাতীয় দলের ক্রিকেটাররা সাধ্যমত নিজেদের বেতনের টাকা দান করলেন করোনা ফান্ডে। এখন দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি তো অনেক সমৃদ্ধ। তারা কি করবে? জাগো নিউজের পক্ষ থেকে এমন প্রশ্ন রাখা হলে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করবো। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেবো।’ বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি আরও একধাাপ এগিয়ে জাগো নিউজকে জানালেন, ‘বোর্ড অতি অবশ্যই করোনা মোকাবেলায় সম্ভাব্য সবরকম সহযোগিতা করবে। তবে কিভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’ বিসিবি সিইও আরও জানান, করোনা ভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে, ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী নাহয় নগদ অর্থ দেয়া যাবে। বোর্ডের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলা হচ্ছে, ইতোমধ্যে সরকারের সঙ্গে কথা হয়েছেও এবং আলোচনা হচ্ছে। আমরা সরকারের সাথে কথা বলেই ঠিক করবো কিভাবে করোনা সংকটে বিসিবি ভুমিকা রাখতে পারে।’ বিসিবি প্রধান নির্বাহীর কথা শুনে মনে হলো, সরকারের উর্ধ্বতন মহল যেভাবে চাইবে, বিসিবি তাই করবে। অর্থ হলে অর্থ। কিংবা অন্য কোন সামগ্রী বা আনুসাঙ্গিক উপকরণ দরকার হলে তাই দেয়ায় সর্বাত্মক চেষ্টা করা হবে। তবে বিসিবির ইচ্ছে সহযোগিতার হাত যতটা সম্ভব এগিয়ে দেয়ার। আপনার মতামত দিন : SHARES খেলাধুলা বিষয়: