ম্যাটস্ ও আইএইচটি ডিপ্লোমাধারীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশনের সুযোগ পেল M. Mijanur M. Mijanur Rahman প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ মেডিনিউজ রিপোর্ট : এবার ম্যাটস্ ও আইএইচটি ডিপ্লোমাধারীদের জন্য গ্র্যাজুয়েশন করার সুযোগ প্রদান করল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- বাউবি। বিষয়টি মেডিনিউজ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন বাউবি’র ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক স্যার। তিনি বলেন, ‘এই সেশন থেকেই The State Medical Faculty of Bangladesh হতে ম্যাটস্ ও আইএইচটি পাশ ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি’র ৪ বছর মেয়াদী বি.এস.সি অনার্স (ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন) ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে পারবে। বাউবি ভর্তি সমতা নিরূপণ কমিটি এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন।’ এদিকে মেডিকেল ও মেডিকেল রিলেটেড ডিপ্লোমা পেশাজীবীরা ফুড সায়েন্স এন্ড নিউট্রিশনে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি করে ভবিষ্যত ক্যারিয়ারে কি কি উন্নতি সাধণ করতে পারবেন, এ বিষয়ে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস্ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ‘ডিএমএফ’ পাশকৃত বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএম&ডিসি নিবন্ধিত ডিপ্লোমা চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক তথ্য, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক জনস্বাস্থ্যবিদ ডা. এম. মিজানুর রহমানের কাছে জানতে চাওয়া হয়। জনস্বাস্থ্যবিদ ডা. এম. মিজানুর রহমান বলেন, ‘ডিপ্লোমা মেডিকেল সায়েন্স ও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি সায়েন্সে ডিপ্লোমাধারীদের স্ব স্ব বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশে খুব সীমিত। মেধা ও আগ্রহ থাকা সত্ত্বেও অনেক ডিপ্লোমাধারী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএম&ডিসি নিবন্ধিত ডিএমএফ ডিপ্লোমা চিকিৎসকদের উক্ত কাউন্সিল স্বীকৃত মেডিকেল সায়েন্সে স্নাতক ডিগ্রি করার সুযোগই নেই। এটা অমানবিক এক ব্যাপার! আশাকরি স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএম&ডিসি কর্তৃপক্ষ এবিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিবেন।’ তিনি আরো বলেন, ‘যেহেতু ওপেন ভার্সিটি একটি পাবলিক ভার্সিটি আর তাই এখান থেকে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের ডিপ্লোমাধারীরা ফুড সায়েন্স এন্ড নিউট্রিশনে ক্লিনিক্যাল স্নাতক-গ্র্যাজুয়েশন সম্পন্ন করে প্রফেশনাল নিউট্রিশনিস্ট ও ডায়েটেশিয়ান হিসেবে এদেশের খাদ্য, পুষ্টি ও জনস্বাস্থ্য সেক্টরে সুনামের সাথে কাজ করতে পারবেন। এছাড়াও ওপেন ভার্সিটি থেকে পাশ করা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটগণ অন্যান্য পাবলিক ভার্সিটির গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটগণদের সমকক্ষ হিসেবে এদেশের সামগ্রিক উন্নয়নে কাজ করতে পারবেন।’ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আরো জানা যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ফুড সায়েন্স এন্ড নিউট্রিশনে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটগণ নিম্নলিখিত কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারবেন: ★ প্রফেশনাল নিউট্রিশনিস্ট ও ডায়েটেশিয়ান হিসেবে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক সমূহে চাকরি করা সহ নিউট্রিশন- ডায়েট বিষয়ক প্রাইভেট চেম্বার প্র্যাকটিস করতে পারবেন। ★ পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষা দিতে পারবেন। ★ মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের নির্বাহী সেক্টরে চাকরি করতে পারবেন। ★ রিলেটেড বিষয়ে কলেজ, বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষকতা করতে পারবেন। ★ প্রথম শ্রেণীর সমমান সকল সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। ★ বেসরকারি চাকরি করতে পারবেন। ★ বিদেশে চাকরি করতে পারবেন। ★ পরবর্তীতে পি.এইচ.ডি ডিগ্রি স্কলারশিপ সহ বা ছাড়া দেশের কিংবা বিদেশের বিশ্ববিদ্যালয় সমূহে করতে পারবেন। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: