অবশেষে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিষয়ে ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে এবং বর্তমান বিরাজমান সকল জনবল সংকট দূর করতে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা এলো। মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে নিজে এই নির্দেশনা দিয়েছেন। তিনি বক্তব্যে বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে অনেক জনবলের দরকার যার মধ্যে বিশেষ করে অনেক টেকনোলজিস্ট দরকার এবং এই বিষয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিকনির্দেশনা ও পদ সৃষ্টির ঘোষনা দিয়েছেন।

উল্লেখ্য, দেশের মেডিকেল টেকনোলজিস্ট সমাজ দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ও বঞ্চনার বিষয়ে অনেক আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর দিকে সর্বোচ্চ আশা করে ছিলেন। অবশেষে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

জুয়েল দাশ গুপ্ত,

মেডিনিউজবিডি।

 

আপনার মতামত দিন :