মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বেকার মেডিকেল টেকনোলজিস্টরা Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ করোনা মোকাবিলায় চিকিৎসক ও নার্সদের মতো মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা। এক বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে রোগী শনাক্তকরণে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করে আসছেন সরকারি পর্যায়ে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা। সরকারি হাসপাতালে কর্মরত স্বল্পসংখ্যক মেডিকেল টেকনোলজিস্টদের দ্বারা প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে করোনা রোগীর পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হলেও বর্তমানে রোগীর সংখ্যা এবং পরীক্ষা কেন্দ্র বেড়ে যাওয়ায় তাদের দিয়ে সুষ্ঠুভাবে এ কাজ অসম্ভব হয়ে পড়েছে। সেলিম মোল্লা বলেন, সরকার করোনা মোকাবিলায় দেশের স্বার্থে দুই হাজার চিকিৎসক এবং ছয় হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিলেও করোনাযুদ্ধের প্রথম সারির প্রথম সৈনিক মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়টি উপেক্ষিত হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, মেডিকেল টেকনোলজিস্টরাই সর্বপ্রথম রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করার পরে চিকিৎসক এবং নার্সরা সেবা দিয়ে থাকেন। কাজেই চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া অত্যাবশকীয়। পর্যাপ্তসংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ না হলে করোনা মোকাবিলায় পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমতাবস্থায় তিনি ১৫ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্ট অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবি জানান। আপনার মতামত দিন : SHARES মেডিকেল টেকনোলজি বিষয়: