এডহক ভিত্তিতে পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আবেদন Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ গতকাল ২৬/০৪/২০২০ ইং তারিখে স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (স্বামেপ) ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক প্রশাসন সহ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার, নার্স নিয়োগের সাথে শূন্যপদে মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী পদে নিয়োগের দাবি জানান। পাশাপাশি এডহক ভিত্তিতে দশ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ারও আহ্বান জানান। আলোচনা সাপেক্ষে অধিদপ্তরের কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আজ ২৭/০৪/২০২০ ইং তারিখে বিএমটিএ কেন্দ্রীয় সংসদ এর পক্ষ থেকে এডহক ভিত্তিতে পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ স্থায়ী পদে নিয়োগের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বলে অভিহিত করেন এবং অস্থায়ী ভিত্তিতে অতি দ্রুত নিয়োগের আশ্বাসও দিয়েছেন। আপনার মতামত দিন : SHARES মেডিকেল টেকনোলজি বিষয়: