১৮ হাজার টেকনোলজিস্ট নিয়োগের দাবি বিএমটিএ ও বিএমটিপি’র Ashish Shill Ashish Shill Shrabon প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ মেডিনিউজ রিপোর্ট : কোভিড-১৯ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের কাজকে বেগবান করতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দগণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) সহ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার-নার্স নিয়োগের সাথে শূন্যপদ ও নতুন পদ সৃষ্টি করে ২০১৩ সালের আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে ১৮ হাজার সকল অনুষদের মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ীভাবে নিয়োগের দাবি জানান। মঙ্গলবার (২৮/০৪/২০২০ তারিখ) সকাল ১১ টায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এর আহ্বায়ক ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সভাপতি মোশাররফ হোসেন খান (বীর মুক্তিযোদ্ধা) ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) এর সদস্যসচিব ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক আশিকুর রহমানের স্বাক্ষর সম্বলিত প্যাডে তাঁরা এ দাবি জানান। আবেদনে উল্লেখ করা হয় কোভিড-১৯ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের জন্য মেডিকেল টেকনোলজিস্টরা রোগীর নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষার কাজ করে চলছেন। কিন্তু ১২ বছর যাবত মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ থাকার কারণে দেশের অধিকাংশ মেডিকেলে টেকনোলজিস্টদের পদ শূন্য। যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এই কম সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়। তাই কোভিড-১৯ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের জন্য চিকিৎসক ও নার্সদের ন্যায় প্রধানমন্ত্রী ও রাস্ট্রপতির নির্বাহী আদেশে শূন্য ও নতুন পদে ১৮ হাজার মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত নিয়োগ করার জন্য দাবি জানান মেডিকেল টেকনোলজিস্টদের এই সংগঠনটি। সেই সাথে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারাদেশে সকল জেলা সিভিল সার্জন মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন পত্র জমা দেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) সকল জেলার জেলা শাখা সমূহ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ করোনা মোকাবেলা সহ সকল প্রকার মহামারি রোধ করার জন্য স্থায়ীভাবে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন বলে অভিহিত করেন এবং দ্রুত নিয়োগের আশ্বাস দেন। আপনার মতামত দিন : SHARES মেডিকেল টেকনোলজি বিষয়: