সাংগঠনিক গতিশীলতা রক্ষায় বিএমটিপি’র ৪ সিদ্ধান্ত গ্রহণ

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ১২, ২০২০
বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও আরদ্ধে গড়া মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবী সংগঠন। বাংলাদেশের ৫৫ টি সাংগঠনিক জেলা শাখার নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে ওঠা এই সংগঠন আজ বাংলাদেশের আপামর মেডিকেল টেকনোলজিস্ট গণের ভালোবাসা ও আস্থার প্রতীক। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান অবধি এই সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট পেশার মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের যেকোনো প্রান্তে অসহায় ও নিপীড়িত মেডিকেল টেকনোলজিস্টদের পাশে দাঁড়িয়েছে দৃঢ় চিত্তে। সাধারণ মেডিকেল টেকনোলজিস্ট গণের নির্ভরতার প্রতীক বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই সংগঠন বিপদ গামী কোনো সদস্যের একক ষড়যন্ত্রের নিকট মাথা নোয়াবার নয়। বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করেছেন –
১। গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে লিপ্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সাংগঠনিক কাঠামো ভাঙ্গার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি জনাব মোঃ মোশাররফ হোসেন খানকে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ হইতে আজীবন বহিষ্কার এর সিদ্ধান্ত গৃহীত হয়।
২। জাতীয় কাউন্সিল-২০২০ অবধি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সভাপতি জনাব মোঃ গোলাম সারোয়ার কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ১৭/০৫/২০২০ খ্রিঃ রোজ রবিবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ভবনে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হবে মর্মে তারিখ নির্ধারণ করা হয়।
৩। মেডিকেল টেকনোলজিস্ট পেশার মর্যাদা রক্ষা ও পেশাগত সমস্যা নিরসনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ) কেন্দ্রীয় সংসদ এর বর্তমান কমিটির উপর সমর্থন প্রত্যাহার করে বয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। রাজস্ব খাতে স্থায়ীভাবে নিয়োগের দাবি আদায়ের লক্ষ্যে আপামর মেডিকেল টেকনোলজিস্টদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করা হয় এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতৃত্বে দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত দিন :