টেকনিশিয়ান নয় , বেশি সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবীতে এলএসডিএ এর প্রতিবাদ

Muminur Muminur

Rahman

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

গত ২২/০৫/১০ তারিখে সংবাদ মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্টদের ১২০০ পদ সৃজন করা হয় এবং টেকনিশিয়ানদের ১৬৫০ পদ সৃজন করা হয়।এমন সংবাদের পরিপেক্ষিতে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা ক্ষুব্ধ ও হতাশ। দীর্ঘ দিন টেকনোজিস্টদের নিয়োগ না থাকায় পাশ করে অনেক মেডিকেল টেকনোলজিস্ট মানবেতর জীবনজাপন করছে।স্বাস্থ্য খাতে টেকনিশিয়ান পদ না থাকা সত্বেও ১৬৫০ পদ সৃজন করা হচ্ছে আর মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিন নিয়োগ না থাকা সত্ত্বেও মাত্র ১২০০ পদ। সকল সংগতি দূর করে সুষ্ঠুভাবে কমপক্ষে ৫০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানায় সংগঠনটি।

বর্তমান বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) মোকাবেলায় মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অতুলনীয়। করোনায় আক্রান্ত সন্দেহ রোগীর নমুনা সংগ্রহ থেকে শুরু করে ল্যাবে পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট প্রদান করে থাকে মেডিকেল টেকনোলজিস্ট। এছাড়া মানব দেহের সকল প্রকার রোগনির্ণয়ের কাজে নিয়োজিত থাকে মেডিকেল টেকনোলজিস্ট। অত্যন্ত পরিতাপের বিষয় যে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় এই পেশায় দীর্ঘ ১২ বছর ধরে সরকারি নিয়োগ নাই, যার ফলে দেশে অনেক বেকার মেডিকেল টেকনোলজিস্ট বৃদ্ধি পেয়েছে। সকল জটিলতার অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য নির্বাহী আদেশ প্রদান করেন। যার পরিপেক্ষিতে অতিরিক্ত স্বাস্থ্য সচিব জনাব হাবিবুর রহমান বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান শীগ্রই ৫০০০ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পেতে যাচ্ছে, খবরটি শুনে অনেক মেডিকেল টেকনোলজিস্ট ভাইবোনেরা আশার আলো দেখতে শুরু করে। কিন্তু অদ্য ২২/০৫/২০ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন পোর্টালে এক সংবাদ প্রকাশিত হয় যেখানে বলা হয় মেডিকেল টেকনোলজিস্টদের ১২০০ পদ সৃজন করা হয়েছে এবং মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০ পদ সৃজন করা হয়েছে।

উক্ত সংবাদ প্রকাশের পরিপেক্ষিতে সাধারণ মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই সাথে বলতে চাই যেহেতু স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনিশিয়ান নামে কোন পদ নাই, মেডিকেল টেকনিশিয়ান পদটি মেডিকেল টেকনোলজিস্টদের সাথে সাংঘর্ষিক হতে পারে তাই অনতিবিলম্বে উক্ত পদকে সংশোধন করে মেডিকেল টেকনোলজিস্ট পদে রুপান্তরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা দাবি জানাচ্ছি। এবং মেডিকেল টেকনোলজিস্টদের সহযোগী হিসেবে কাজ করার জন্য কিছু সংখ্যক ল্যাব সহকারী/এ্যাটেনডেন্ট পদে নিয়োগ দেওয়ার যেতে পারে এতে রোগনির্ণয়ের কাজ অনেক নির্ভরযোগ্য হবে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হবে।

আপনার মতামত দিন :