বেসরকারি মেডিকেল টেকনোলজিস্টদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রণোদনার দাবি বিএমটিপি’র

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

করোনা মোকাবিলায় সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের পাশাপাশি বেসরকারি মেডিকেল টেকনোলজিস্টদের অবদানের বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্য সুরক্ষা ও প্রণোদনার দাবি করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)। ২৮ মে বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মো. আশিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় করোনা মোকাবিলার জন্য প্রায় ১৭ টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে এই সেবা কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯এ আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের সুরক্ষিত করার মতো পর্যাপ্ত সুবিধা যেমন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই, এন-৯৫ মাস্ক, হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। করোনা রোগীর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যেসব মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হবেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

করোনা মোকাবিলার যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক প্রণোদনা ও স্বাস্থ্যবীমার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল টেকনোলজিস্টরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রোগীর নমুনা সংগ্রহ এবং পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের পাশাপাশি বেসরকারি মেডিকেল টেকনোলজিস্টদেরও সেই প্রণোদনা ও স্বাস্থ্যবীমার আওতায় আনতে হবে। তাদের কাজের স্বীকৃতি স্বরুপ যথাযথ মূল্যায়ন করতে হবে।

আপনার মতামত দিন :