নিয়োগের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততম সময়ে নিয়োগের দাবিতে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে ১০ জুন তারা আবারও অধিদপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দেবেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চীফ মেডিকেল টেকনোলজিস্ট আলমাস আলী খান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। আলমাস আলী খান বলেন, গত ১২ বছর যাবৎ দেশে কোন মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ নেই। অথচ হাসপাতালগুলোতে রোগীর তুলনায় মেডিকেল টেকনোলজিস্টদের সংখ্যা অনেক কম। আমাদের দাবি হলো, অনতিবিলম্বে ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়ার জন্য বলেছেন, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর মাত্র ১২০০ পদ তারা তৈরি করেছে। এর মধ্যে আবার এ তালিকায় অন্য লোক ঢুকিয়ে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। এটা েআমরা মেনে নিতে পারি না। তিনি আরও বলেন, চলমান করোনা পরিস্থিতিতে রোগীদের নমুনা পরীক্ষায় দিনরাত পরিশ্রম করছেন মেডিকেল টেকনোলজিস্টরা। স্বল্প টেকনোলজিস্ট নিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে। দেশে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ সরকারিভাবে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে না। দেশের এই ক্রান্তিলগ্নে মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে নতুন নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যান্য আন্দোলনকারীরা জানান, বেকার ২৫ হাজার টেকনোলজিস্ট আবেদন করেছেন। তারা কাজ করতে চান। অথচ কারিগর বোর্ডের মামলার কারণে ১২ বছর ধরে এ পদে নিয়োগ হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদফতর এটা নিষ্পত্তির উদ্যোগ নেয়নি। আমাদের দাবি, এডহক ভিত্তিতে বেকার এবং যাদের বয়স নেই এখন তাদের নিয়োগ দেওয়া হোক। প্রসঙ্গত, সরকারি পর্যায়ে বর্তমানে সারাদেশে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টের (ল্যাবরেটরি) সংখ্যা মাত্র ২ হাজার ৫০০। আদালতে মামলা-মোকদ্দমার কারণে ২০১৩ সালের পর থেকে নতুন করে আর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হয়নি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজির বিভিন্ন কোর্স থেকে পাশ করে বেকার হয়ে বসে আছেন ১৫ হাজারেরও বেশি মেডিকেল টেকনোলজিস্ট। আপনার মতামত দিন : SHARES মেডিকেল টেকনোলজি বিষয়: