করোনা’কে পুঁজি করে দেশে বেড়েছে ইন্টারনেট ব্যাবসা। Shahriar Rashid Shahriar Rashid Nafi প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ শাহরিয়ার রশীদ নাফিঃবিশ্বের এই মহামারিতে যোগাযোগ,কাজ-কর্ম,বিনোদন প্রায় সবই হয়ে গেছে অনলাইন কেন্দ্রীক।তাইতো বেড়েছে ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যাবসাও।এর আগে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটে এক মাসে এক লাখ সংযোগ পেরুনোর ঘটনা ঘটেনি কখনও।করোনার এ সংকটের সময়ে সবাই ঘরবন্দী থাকায় ব্রডব্যান্ড সংযোগের চাহিদা বেড়েছে ব্যাপক। অল্প খরচে আনলিমিটেড ডেটার ব্যবহার করতে অনেকেই বাসায় উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ নিয়েছেন।শুধু জুন মাসে নতুন ৪০ লাখ ৬৯ হাজার নতুন ইন্টারনেট সংযোগ যুক্ত হয়েছে দেশের ব্রডব্যান্ড নেটওয়ার্কে।এর ওপর ভর করে প্রথমবারের মতো দেশের ইন্টারনেট সংযোগ ১০ কোটির মাইলফলক পেরিয়েছে।মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট সংশ্লিষ্টরা বলছেন, কোনো দেশে ১০ কোটি ইন্টারনেট সংযোগ থাকা অবশ্যই অত্যন্ত বড় একটি অর্জন। খুব কম দেশই এমন ল্যান্ডমার্ক অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেন তারা।এ মাইলফলক অর্জনে এবার সহায়তা করেছে ব্রডব্যান্ডের হঠাৎ উল্লম্ফন। সর্বশেষ হিসাব অনুযায়ী, মার্চের শেষে দেশের কার্যকর ব্রডব্যান্ড সংযোগ এখন ৯০ লাখ ৮৪ হাজার। বিগত কয়েক মাসে ৬১ শতাংশ গ্রাহক বেড়ে যাওয়ায় ব্রডব্যান্ড সংযোগ কোম্পানিগুলোও বিস্ময় প্রকাশ করেছে।বহুদিন ধরে ৫৬-৫৭ লাখের ঘরে পড়ে ছিল ব্রডব্যান্ডের সংযোগ। ফেব্রুয়ারি শেষেও এটি ছিল ৫৭ লাখ ৪৩ হাজার।গত কয়েক মাস ধরে দেশের ইন্টারনেট সংযোগ ১০ কোটির খুব কাছাকাছি অবস্থান করছিল। ফেব্রুয়ারি মাসের শেষে ওই সংযোগ গিয়ে দাঁড়ায় ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার।এর আগে ২০১৮ সালের আগস্টে ৯ কোটি এবং ২০১৭ সালের জুলাই মাসে আট কোটি কার্যকর ইন্টারনেট সংযোগের মাইলফলক অর্জন করে আপনার মতামত দিন : SHARES বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: