রামগড়ে ফোন কলে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন ডা. বিজয় মজুমদার

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

 

 

মেডিনিউজ রিপোর্ট:

বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সার্বিক ব্যাবস্থাপনায় পার্বত্য জেলার স্ব স্ব উপজেলা বাসিন্দাদের ফোন কলের মাধ্যমে BMDC রেজিস্টার্ড ডিপ্লোমা চিকিৎসক- উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা করোনা ভাইরাস (Covid19) সম্পর্কিত টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বিজয় মজুমদারকে করোনা ভাইরাস সম্পর্কিত টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেয়ার জন্য বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশনের খাগড়াছড়ি জেলা শাখা থেকে মনোনীত করা হয়। রামগড় উপজেলায় করোনা সম্পর্কিত বা যে কোন ধরনের সাধারণ রোগে টেলিমেডিসিন সেবা পেতে ডা. বিজয় মজুমদারকে ফোন করলে তিনি করোনা ভাইরাস সতর্কতা, সচেতনতা ও সাধারণ রোগের টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেবেন। টেলিমেডিসিন চিকিৎসা সেবা পেতে ফোন করতে ডায়াল করুন ডা. বিজয় মজুমদার ০১৮১৯০৪১৭৫৪ ।

আপনার মতামত দিন :