বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র Omar Omar Faruque প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০ স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার সকালে শেরপুর জেলার গণস্বাস্থ্য কেন্দ্র সমূহের আয়োজনে আনন্দ র্যালীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরে শেরপুর জেলার গণস্বাস্থ্যের উপকেন্দ্র, ভাতশালা গণস্বাস্থ্য কেন্দ্র, লছমনপুর গণস্বাস্থ্য উপকেন্দ্র,ইলশা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী,চিকিৎসক ও এলাকাবাসীদের নিয়ে প্রকল্প পরিচালক কামাল হোসেনের সভাপতিত্বে লছমনপুর গণস্বাস্থ্য কেন্দ্রে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। ভাতশালা গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ রেহানা পারভীন বলেন, জাতির পিতার জন্ম না হলে পৃথিবীতে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের জন্ম হত না। বাঙালির একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি স্বাধীন রাষ্ট্র এবং সংবিধান- পৃথিবীতে আমাদের আত্মপরিচয়কে উন্মোচিত করেছে। জাতির পিতার জ্যেষ্ঠ সন্তানের নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আসুন আমরা সবাই আমাদের সততা, মমতা ও দক্ষতাকে এই রাষ্ট্রের জন্য উৎসর্গ করে দেশের মানুষের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে স্বাস্থ্য সেবার মাধ্যমে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করি। শেরপুর গণস্বাস্থ্যের প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন,মেডিকেল অফিসার,ইন্টার্ন চিকিৎসক,স্বাস্থ্য কর্মী সহ স্থানীয় প্রকল্পের কর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনার মতামত দিন : SHARES সভা-সেমিনার ও প্রশিক্ষণ বিষয়: