বাংলাদেশে অনুষ্ঠিত হবে “কোভিড পরবর্তী পুনর্বাসন চিকিৎসা” শীর্ষক ওয়েব সেমিনার

Omar Omar

Faruque

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

স্টাফ রিপোর্টারঃ ফিজিওথেরাপি পেশাজিবীগণের সংগঠন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এর সদস্য বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এবং পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর যৌথ উদ্যোগে ২৬ জুলাই দুপুর ২ ঘটিকায় “কোভিড পরবর্তী পুনর্বাসন চিকিৎসা” শীর্ষক ওয়েব সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোভিড ১৯ পরবর্তীতে রোগীদের মাস্কুলোস্কেলিটাল, নিউরোলজিক্যাল ও কার্ডিও- রেসপিরেটরি সিস্টেমে স্বাভাবিক কর্মক্ষমতা ও মানসিক শক্তি ফিরে পেতে কি পুনর্বাসন চিকিৎসা আছে,পুনর্বাসন চিকিৎসা কতটা কার্যকর ও জরুরি, কিভাবে পুনর্বাসন চিকিৎসা দিতে হবে, বিভিন্ন দেশে করোনা পরবর্তী পুনর্বাসন চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

ডাঃ মোহাম্মদ সাকেল এর নেতৃত্বে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত চিকিৎসকরা এই কর্মশালায় বক্তব্য প্রদান করবেন।সেমিনারে স্বাগত বক্তব্য দিবেন সিআরপি এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালরি এ টেইলর।

কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে রয়েছেন অধ্যাপক ডাঃ রাফি ফারুকি, কনসালটেন্ট নিউরো-সাইকিয়াট্রিস্ট, কেরেন সোন্ডার্স, কনসালটেন্ট নিউরো ফিজিওথেরাপিস্ট, লেভি গুডি, সিনিয়র স্পেশালিষ্ট নিউরো ফিজিওথেরাপিস্ট, ক্যারোলিস ম্যাসি, স্পেশালিষ্ট নিউরো অকুপেশনাল থেরাপিস্ট, ডাঃ এলেনা বেক্স, গেনারেল প্র্যাকটিশনার, ডাঃ লরা মিডগ্লে, নিউরোলজি রেজিস্ট্রার ও জিতেন্দর সিং, ফিজিশিয়ান এসোসিয়েট।

এছাড়া সিআরপি ও বিপিএ এর পক্ষ থেকে প্রায় ৫০ জন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পীচ থেরাপিস্ট, সাইকোলজিস্ট ও ফিজিশিয়ান এ ওয়েব সেমিনারে অংশ নিবেন।

আপনার মতামত দিন :