বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিপিএ’র পুষ্পস্তবক অর্পণ Omar Omar Faruque প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবসে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ১৫ ই আগষ্ট শনিবার সকালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় ১৫ আগস্ট ১৯৭৫ এ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ডাঃ কে এম এমরান হোসেন বলেন, স্বাধীনতার পর জাতির পিতার প্রত্যক্ষ তত্বাবধানে বাংলাদেশে ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসা শুরু হয়। জাতির পিতার শাহাদাতের পর হত্যাকারীরা বাংলাদেশ থেকে তার নাম মুছে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এ দেশের নাম যিনি প্রথম প্রাদেশিক পরিষদে ঘোষনা করেছেন, এ দেশমাতৃকা যার হাত ধরে স্বাধীন তার নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে চির অম্লান থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংগালী জাতিসত্বা থাকবে, ততদিন তিনি মানুষের মাঝে বেচে থাকবেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডাঃ কে এম এমরান হোসেন,ফিজিওথেরাপি চিকিৎসক,বিভিন্ন ফিজিওথেরাপি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ। আপনার মতামত দিন : SHARES সভা-সেমিনার ও প্রশিক্ষণ বিষয়: