সলিমুল্লাহ মেডিকেলে চিকিৎসকদের মাস্ক প্রদানে কর্তৃপক্ষের অপারগতা প্রকাশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ করে করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২১ মার্চ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ স্বাক্ষরিত এক নোটিসে এ অনুরোধ করা হয়।

এতে আরও বলা হয়েছে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় হাসপাতালে সেবা গ্রহণের জন্য রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রতিরোধ কর্মসূচির হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবায় জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালের তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না।

এ অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়াতে সকলকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে নোটিসে।

জানতে চাইলে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ বলেন, ‘এই আদেশ ছিল দুই দিন আগের। তখন আমাদের গ্লাভ, মাস্কের সরবরাহ ছিল না। এ আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিসও দেওয়া হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণে আছে, সবাইকেই দেওয়া হচ্ছে।’

আপনার মতামত দিন :