অতিথি পাখির আগমনে মুখরিত শেখ ফজিলাতুন্নেসা (কেপিজে) নার্সিং কলেজ ক্যাম্পাস Mhd Nurnobi Mhd Nurnobi Tanmoy প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ মোহাঃ নূরন্নবী আহম্মদ তন্ময়,স্টাফ রিপোর্টারঃ শীতের শুরুতে চরাঞ্চল থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নিরাপদ জায়গাগুলোতে ভিড় জমায় দেশের বিভিন্ন স্থানে। আবার কয়েকমাস লেক কিংবা নদীতে অবস্থানেরর পর পানি বৃদ্ধি পেলে অতিথির পাখি রুপে চলে যায় নিজ নিজ গন্তব্য। প্রতিবছরের ন্যায় এবছরও গাজীপুরের ‘শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল‘ (কেপিজে) নার্সিং কলেজের কোল ঘেঁষা লেকে, কয়েক হাজারো অতিথি পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হচ্ছে পুরো ক্যাম্পাস। সরে জমিন ঘুরে দেখা যায়- সবুজে-শ্যামল বেষ্টিত ক্যাম্পাসে প্রতিদিন পাখিপ্রেমীদের দলে দলে ভিড় জমাচ্ছেন। করোনার প্রকোপে দীর্ঘ আটমাসের বন্ধ থাকা নার্সিং ক্যাম্পাস বর্তমানে অতিথী পাখির আগমনে আবারও সতেজ হয়ে উঠছে ‘কেপিজে’ ক্যাম্পাস। লেকে ভেঁসে থাকা অতিথি পাখির পাশাপাশি লাল /সাদা শাপলা-পদ্ম ও সন্ধ্যার আকাশে জোঁনাকির মিটমিট আলো প্রকৃতিপ্রেমীদের খুব মুগ্ধ করে তুলছে। বসার স্থানে বসে অথবা নৌকা দিয়ে অতিথি পাখিদের রাজত্ব দেখে নিরালস সময় কাটাচ্ছেন পাখিপ্রেমিরা। উক্ত ক্যাম্পাসের শেষ বর্ষের শিক্ষার্থী ‘মাহাবুব হাসান রিফাত‘ মেডিনিউজ-কে জানান- অন্যান্য বছর থেকে এবারের অতিথি পাখিদের চিত্র ভিন্নরকম। কলকল ধ্বনিতে ঘুমিয়ে থাকা ক্যাম্পাসকে জাগিয়ে তোলে, এমনকি আমাদের ঘুম ভাঙ্গে এই পাখিদের শব্দে। পাখিপ্রেমীদের দলে দলে আগমনে ক্যাম্পাসকে করেছে আরো প্রাণবন্ত করে তুলছে। ঠিক সন্ধ্যা ঘনিয়ে এলেই চারদিকে দেখা মেলে ঘন-কুয়াশা সাথে কিচিরমিচির শব্দে হঠাৎ গা চমকে ওঠার মতন এক মনোরম পরিবেশ। ক্যাম্পাসের এই মনোরম দৃশ্য দেখার জন্য প্রকৃতি-প্রেমিদের আহ্বান জানান। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: অতিথি পাখি