বিএসএমএমইউতে চিকিৎসকদের রোস্টার পদ্ধতিতে সেবা প্রদানের সিদ্ধান্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কর্মরতদের তিন শিফটে রোস্টার করে চিকিৎসা প্রদানের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএসএমএমইউ হাসপাতালের সকল বিভাগের ওয়ার্ডগুলোতে ভর্তি হওয়া রোগীদের সেবায় কর্মরত চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের দৈনিক তিন শিফটে রোস্টার করে চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ অবস্থা কতদিন চলবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান বলেন, ‘আপাতত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত চলবে। পরে প্রয়োজনের আলোকে বাড়ানো হতে পারে।’ সং আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: