চীনের করোনা চিকিৎসা সামগ্রী পৌঁছাবে বৃহস্পতিবার

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। একই সময়ে এসব সরঞ্জাম হস্তান্তর করা হবে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাগো নিউজকে জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের মোকাবিলায় স্বাধীনতা দিবসে চীন থেকে আসছ বিশেষ উপহার। এখানে রয়েছে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট ফার্মোমিটার।

চীন ১৫ হাজার সার্জিক্যাল রেস্পিরেটর এন-৯৫ মাস্কও উপহার দেবে বলে জানান মন্ত্রী।

এর আগে ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দেশের মধ্যে প্রাণ গেছে পাঁচজনের।

আপনার মতামত দিন :