দাবদাহে পুড়ছে দেশ

‘শিশুদের ঝুঁকিতে ফেলব না, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে’

নিউজ নিউজ

ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

প্রচণ্ড গরম আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য সারাদেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২১ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সভায় এ নির্দেশনা দেন তিনি।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, দাবদাহ চলছে। এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবে প্রকৃতির ওপর কারও হাত নেই। এখন যাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই, তাদের যেন ভর্তি করা না হয়।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে। কারণ, আমরা বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলব না।’

জানা গেছে, উষ্ণতাজনিত অসুস্থতা চিকিৎসার নির্দেশিকা তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার এই নির্দেশিকা ব্যবহারে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে অধিদপ্তর। এরপর ২৪ এপ্রিল থেকে সারা দেশের চিকিৎসকদের পর্যায়ক্রমে জুমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।

আপনার মতামত দিন :