বিএসএমএমইউর এক চিকিৎসক করোনায় আক্রান্ত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইইডিসিআর’র তত্ত্বাবধানে আছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেনে, ‘আক্রান্ত চিকিৎসক গ্যাস্টোএন্টারোলজি বিভাগে কর্মরত আছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তাঁর পরীক্ষা করানো হয়েছে। এতে তাঁর কোবিড-১৯ পজিটিভ এসেছে। আমি যতটুকু খবর পেলাম, বর্তমানে তিনি আইইডিসিআরের তত্ত্বাবধানে আছেন।’

করোনায় আক্রান্ত এ চিকিৎসক যাদের সংস্পর্শে গিয়েছিলেন তাঁদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, তিনি যাদের কন্টাক্টে এসেছিলেন তাদের জন্য যেন হোম আইসোলেশনের ব্যবস্থা করা হয়।’

সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ওই চিকিৎসক রাজধানীর শাহবাগে হাবিবুল্লাহ রোডে বসবাস করেন। তিনি রাজধানীর গ্রিনরোডে গ্রিনলাইফ হাসপাতালে প্রাইভেট প্রাকটিস করতেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত সারাপৃথিবীতে ৭ লাখ ৮৮ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৭ হাজার ৮৭৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত ৫১ জন আক্রান্তের পাশাপাশি ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

আপনার মতামত দিন :