স্পেনে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৪ জনের মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল Emon Emon Chowdhury প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ চীনের উহান থেকে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ মৃত্যুপরীতে পরিণত করেছে ইউরোপের দেশ স্পেনকে। প্রত্যেকদিনই দেশটিতে করোনায় মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে রেকর্ড ৮৬৪ জনের প্রাণ কেড়েছে করোনা। যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে মঙ্গলবার দেশটিতে ৮৪৯ জনের প্রাণহানি ঘটে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ থাকলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ হাজার ৭১৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। ফলে ইতালি এবং যুক্তরাষ্ট্রের মতো করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ২ হাজার ১৩৬ জনে পৌঁছেছে। মঙ্গল এবং বুধবারের গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৬৪ জনের প্রাণহানি ঘটায় করোনায় মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৩ জনে। গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা ৮ লাখ ৭১ হাজার ৯৮৫ এবং মারা গেছেন ৪৩ হাজার ২৬১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ লাখ ৮৪ হাজার ৪৮২। বিশ্বে নতুন এই ভাইরাসের তাণ্ডব মোকাবিলায় বিভিন্ন দেশে ব্যাপক বিধি-নিষেধ আরোপ করা হলেও প্রাণহানি ও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। বেশ কয়েকটি দেশ প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক এবং ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। ইতোমধ্যে চীন, জাপান এবং যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে কয়েকটি ওষুধেরও পরীক্ষা চালানো হয়েছে। তবে প্রতিষেধক কিংবা ওষুধের জন্য আরও দেড় বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: