নকল করোনা টিকার বিষয়ে ইন্টারপোলের সতর্কতা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাবিশ্ব তাকিয়ে আছে একটি কার্যকর ভ্যাকসিনে অপেক্ষায়। তবে এই সুযোগে সংঘবদ্ধ অপরাধী চক্র সকল করোনা ভ্যাকসিন বাজারজাত করতে পারে বলে সতর্ক করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

বুধবার (২ ডিসেম্বর) ১৯৪টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা জারি করেছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, করোনার সংকটকালকে অবলম্বন করে অপরাধীরা যাতে তৎপর হতে না পারে এ জন্য সংস্থার পক্ষ থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভ্যাকসিনকে নিশানা করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।  একইসঙ্গে করোনার নকল টিকা বাজারে বিক্রি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সংস্থাটির প্রধান জারগেন স্টোক বলেন, ‘সারাবিশ্বে বিভিন্ন দেশগুলো গণহারে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিতে শুরু করেছে। এই সুযোগে অপরাধী চক্রগুলো সরবরাহ ব্যবস্থায় অনুপ্রবেশ বা ব্যাহত করার পরিকল্পনা করছে। চক্রগুলো ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নকল ভ্যাকসিন বিক্রির ব্যাপারে তৎপরতাও শুরু করে দিয়েছে।’

এ অবস্থায় ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন ও বিতরণ ও সরবরাহ ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত এবং নকল ভ্যাকসিন বিক্রেতাদের অবৈধ ওয়েবসাইটগুলো শনাক্ত করার জন্য সকল দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছে ইন্টারপোল প্রধান।

আপনার মতামত দিন :