মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

করোনাভাইরাস মহামারী বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খালিজটাইমসডটকম জানিয়েছে, প্রয়োজনীয় কর্মীদের জন্য এবং নগরবাসীর খাবার কেনা এবং স্বাস্থ্য সেবা কার্যক্রম এর আওতাভুক্ত হবে না।

ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এসব শহরের বিভিন্ন জেলার গাড়িগুলো কেবল একজন যাত্রী পরিবহন করতে পারে।

এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের কারফিউ জারি করা হয়। আংশিক ওই কারফিউ প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলে। ১৬ ঘণ্টা কারফিউ’র বদলে এবার প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো।

এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়ি জারি করা হয়েছিল। এ নোটিশের ফলে পুরো মক্কা এবং মদিনা নগরী দিনব্যাপী কারফিউর আওতায় আসলো।

প্রাণঘাতী এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬ জন। দেশটিতে কয়েকজন বাংলাদেশি প্রবাসীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে একজন চিকিৎসকসহ দুইজন মারা গেছেন।

আপনার মতামত দিন :