করোনাভাইরাসে লেবাননে ফিলিপাইন রাষ্ট্রদূতের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বারনারডিতা কাতালা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বৈরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি বারনারডিতার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর থেকে তিনি বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভোগছিলেন ৬২ বছর বয়স্ক কাটালা।

এক বিবৃতিতে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘লেবাননে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত বার্নাডিটা কাতালা ২ এপিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীরভাবে শোকাহত।’

লেবাননের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে কাতালা হংকংয়ে ফিলিপাইনের কনস্যুলার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ফিলিপাইনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০০ মানুষ। সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন ভেঙে কেউ রাস্তায় বের হলেই গুলির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। বুধবার শেষ রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে এমন নির্দেশ দেন রদ্রিগো।

আপনার মতামত দিন :