করোনায় দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। তিনি রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলেকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

সোমবার ( ৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৭ দিন যাবত জালাল সাইফুর রহমান চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনার রোগী ছিলেন। সম্প্রতি শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা নিজেই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন তিনি। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালের আরেকটি সূত্র জানিয়েছে, ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে জালাল সাইফুরের। তখন তাপমাত্রা কম ছিল। ওই সময় জ্বর সেরে যায়। দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার জ্বর আসে। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন। তৃতীয় দফায় ৩০ তারিখ তার পুনরায় জ্বর আসে। এরার তাপমাত্রা বেশি ছিল না। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর জালাল সাইফুরকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সোমবার সকালে তিনি মারা যান।

এদিকে, ২৪-২৫ মার্চ অফিস করার সময় জালাল সাইফুরের সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন :