নোয়াখালী জেলা স্বাচিপের উদ্যোগে “হ্যালো ডাক্তার বলছি”নামক টেলিমেডিসিন কার্যক্রম চালু Shahadat Shahadat Hossain প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ মোঃ শাহাদাত হোসেনঃ- স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলার সর্ব-সাধারণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ” হ্যালো ডাক্তার বলছি” নামক টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসক না পাওয়ার অভিযোগ থাকলে ও এখন থেকে ফোনেই প্রাথমিক সেবা নিতে পারবে জন-সাধারণ। মেডিসিন,গাইনী,সার্জারী,শিশু সহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট একটি টিম করা হয়। এই বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান, বিশ্ব ব্যাপি করোনা ভাইরাস ইতিপূর্বে মহামারী রুপ নিয়েছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ও আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই মূহুর্তে সাধারণ সর্দি,কাশি,সহ বিভিন্ন উপসর্গে হাসপাতালে না এসে যাতে ঘরে বসে স্বাস্থ্য সেবা পেতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ। আমরা রোগীদের প্রয়োজনে এই টেলেমেডিসিন কার্যক্রমে চিকিৎসক সংখ্যা আরো বৃদ্ধি করবো। তিনি আরো জানান, দেশ ও জাতির স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ টুকু দিতে প্রস্তুত। আর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন জানান, দেশের যেকোন দুর্যোগকালীন মূহুর্তে স্বাচিপ সব সময় তৎপর ছিল। এখনো আমরা সকল শ্রেণী পেশার জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। তারই অংশ বিশেষ এই টেলিমেডিসিন সেবা। আগামীতে নোয়াখালী সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা আরো কিছু পদক্ষেপ গ্রহন করেছি। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: