উৎসর্গের আয়োজনে টাঙ্গাইলের নাগরপুর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

আশরাফুল ইসলাম আকাশ ঃ

গত ২৪ ডিসেম্বর,২০২০ইং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা শাখার আয়োজনে টাঙাইল এর নাগরপুর থানা এর অন্তর্গত মাহমুদপুর নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও জরুরী ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । এই ক্যাম্পেইন এর সার্বিক সহযোগিতায় ছিল উৎসর্গ বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম শাখা ।

উক্ত ক্যাম্পেইন এ উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় স্বেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির উপ মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ মাহি সহ বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা শাখার সভাপতি কিফায়াত ইবনে রহমান , সহ সভাপতি মাহমুদুল হক মাহিম, সাধারণ সম্পাদক তাসিন ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন জনি , কার্যনির্বাহী সদস্য মায়শা উপস্থিত ছিলেন । এই ক্যাম্পেইন এ বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছেন- মোঃ ফারুকুল ইসলাম (মামুদনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, নাগরপুর, টাঙাইল), ফারিদুল ইসলাম (ইন্টার্ন ডাক্তার, ২৫০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, টাঙাইল) , জুয়েল রানা (ইন্টার্ন ডাক্তার, ২৫০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, টাঙাইল) । ইন্টার্ন ডাক্তার উভয়ই উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সদস্য ।

এই ক্যাম্পেইন এ প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং জরুরী ওষুধ প্রদান করা হয় বিনামূল্যে ।

আপনার মতামত দিন :