চট্টগ্রামের ৮ হাসপাতালে পিপিই দিল বিএসআরএম Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে পিপিই প্রদান করেছে বিএসআরএম। চিকিৎসাসেবা দেওয়ার সুবিধার্থে বিএসআরএম গতকাল বুধবার চট্টগ্রামের ৮টি হাসপাতালে ১ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে। এদের মধ্যে. ন্যাশনাল হসপিটাল, পার্কভিউ হসপিটাল, ডেলটা হেলথ কেয়ার চট্টগ্রাম, ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সার্জিস্কোপ হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হোসাইনকে লেখা এক বার্তায় জানান, বিএসআরএমের এই সময়োপযোগী উদ্যোগ, সহমর্মিতা ও সহযোগিতা প্রশংসার দাবিদার। জাতীয় দুর্যোগ মোকাবিলায় পাশে দাঁড়াতে বিএসআরএমের এই জরুরি উপকরণ প্রদানের জন্য তিনি পুরো টিমকে অভিবাদন ও ধন্যবাদ জানান। বিএসআরএম চিকিৎসক, প্রশাসন ও সর্বস্তরের মানুষকে সহযোগিতা করবে বলে জানায়। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে বাসায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সরকারি নির্দেশনা পালনের অনুরোধ জানায়। আপনার মতামত দিন : SHARES সংগঠন সংবাদ বিষয়: