উৎসর্গ যশোর জেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

মোঃ এস. হোসেন আকাশ :

আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলার চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন কার্যালয়ে এ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টা থেকে শুরু করে রাত ৮ পর্যন্ত রামকৃষ্ণপুরের বিভিন্ন এলাকা থেকে আসা পুরুষ, মহিলা ও শিশু বাচ্চাসহ ৫০০ রোগীকে ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

এ সময় উপস্থিত থেকে ফ্রী সেবা প্রদান করেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ও যশোর আধুনিক হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী সার্জন ডাঃ এস. কে. দাস মিলন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার দাশ।
অন্যদিকে ফ্রী মেডিকেল ক্যাম্প চলাকালীন ক্যাম্প পরিদর্শন করতে আসেন যশোর জেলার চৌগাছা উপজেলার বর্নি বিওপি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর সহকারী ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ও ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোতা মিয়া।

এছাড়াও ক্যাম্পে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় সেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির দপ্তর সম্পাদক ও যশোর জেলা শাখার সমন্বয়ক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ।

ফ্রী মেডিকেল ক্যাম্প চলাকালীন সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি এম এম আল হোসাইন রাফসান, জি এম সোয়েব আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন,
আফসানা আরিফ ঐশী, সাংগঠনিক সম্পাদক বারাশা বাহ উদ্দীন জিহাদ, অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল শেখ বাপ্পা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মুহিবুর রহমান মুন্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
অর্পণ দাস দীপ, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
আহসান হাবিব সাঈদ, তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক জি এম মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
কাজী শারজিউর রহমান লিমন, উপ জনসংযোগ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোছা: নুরজাহান খাতুন, উপ মহিলা বিষয়ক সম্পাদক জারিন সুবাহ অঞ্জলি প্রমুখ।

ফ্রী মেডিকেল ক্যাম্প শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়েই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখাকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়সহ সম সাময়িক নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর জাতীয় সেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির দপ্তর সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ডাঃ এস. কে. দাস মিলন ও সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ কুমার দাসকে উপহার হিসেবে মগ তুলে দেন।

আপনার মতামত দিন :