যুক্তরাজ্যে আজও মৃত্যুর পাহাড়, মোট ৮ হাজার ছুঁইছুঁই

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

যুক্তরাজ্যে করোনার প্রকোপ প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন আরও অন্তত ৮৮৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা প্রায় আট হাজার ছুঁয়েছে।

এর আগে, গত বুধবার দেশটিতে রেকর্ড ৯৩৮ প্রাণহানি হয়েছিল, তার আগের দিন (মঙ্গলবার) মারা গিয়েছিলেন ৮৫৪ জন। সব মিলিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৪ জন।

বুধবার শুধু ইংল্যান্ডেই মারা গেছেন ৭৬৫ জন, স্কটল্যান্ডে ৮১ ও ওয়েলসে ৪১ জন। নর্দার্ন আয়ারল্যান্ডের আক্রান্ত-মৃতের নিশ্চিত সংখ্যা এখনও জানা যায়নি। একারণে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।

jagonews24

যুক্তরাজ্যে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার জনেরও বেশি। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩৫১ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সংস্কৃতি মন্ত্রী অলিভার ডোডেন।

সূত্র: মেট্রো

আপনার মতামত দিন :