করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৯৪ Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ দেশে নতুন করে ৯৪ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ এবং মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭। শুক্রবার (৯ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১ হাজার১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নতুন করে ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।মারা গেছেন আরও ৬ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা। নতুন করে আক্রান্তদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন মহিলা। এদের মধ্যে ৪৭ জন ঢাকার , নারায়ণগঞ্জে ১৬ জন এবং বাকিরা দেশের অন্যান্য জেলার। প্রসঙ্গত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৫ হাজার ৮০৮ জন। এখন পর্যন্ত ১৬ লাখ ৫ হাজার ৬৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫৬ হাজার ১৬১ জন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: