৩০ এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়ছে ভারতে Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে জারিকৃত লকডাউন আরও দুই সপ্তাহ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটির ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় এই ইঙ্গিত দেন। এছাড়া রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এক টুইট বার্তায় বলেছেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে লকডাউন বৃদ্ধি করবে ভারত। গত মাসের শেষে দিকে দেশটিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়; যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল বলেন, আজ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় তিনি দেশজুড়ে লকডাউনের সময় বাড়াবেন বলে জানিয়েছেন। তিন সপ্তাহ আগে লকডাউন ঘোষণার সময় মোদি বলেছিলেন, মানুষ বাঁচলে বিশ্ব বাঁচবে। শনিবার ভিডিও কনফারেন্সে কথা বলার সময় দেশের জনগণকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতি বাঁচানো দরকার বলে মন্তব্য করেন মোদি। কেজরিওয়াল টুইটে বলেন, লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি। আমরা আগেই লকডাউন ঘোষণা করায় অনেক উন্নত দেশের চেয়েও আজ আমাদের অবস্থা অনেক ভালো। এটা যদি এখন তুলে নেয়া হয়; তাহলে আমাদের সব অর্জন বৃথা যাবে। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৩৯ জন এবং গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় মারা গেছেন ৪০ জন। এছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৭ হাজার ৪৪৭ জন। তবে দেশটিতে সবচেয়ে বেশি এক হাজার ৫৭৪ জন করোনা রোগী পাওয়া গেছে মহারাষ্ট্র প্রদেশে। সূত্র: এনডিটিভি, বিবিসি। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: