করোনাভাইরাস: ৫০০ পরিবারের পাশে ‘ফিমেইল ফিজিশিয়ান’স এইড’ Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে ঘোষিত লকডাউনে সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে প্রায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বাংলাদেশ ফিমেইল ফিজিশিয়ান’স এইড’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লকডাউনের পর থেকেই সংগঠনটির পক্ষ থেকে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার এবং খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে আসছে।তারা মাথাপিছু ৫ কেজি চাল, ২ কেজি করে ডাল ও আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল এবং একটি হাত ধোয়ার সাবান সরবরাহ করছে। আরও জানা যায়, প্রাথমিকভাবে তারা কয়েকজন সদস্য নিজেদের অল্প পরিমাণ টাকা এ কার্যক্রম শুরু করেন। পরে তাদের পরিচিতদের থেকে টাকা সংগ্রহ করে একটি তহবিল গঠন করেন। এ তহবিল থেকে গত ২৪ মার্চ ১০০টি পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। পরে অলাভজনক এ কাজে অনুপ্রাণিত হয়ে দেশ এবং দেশের বাইরে কয়েকজন হৃদয়বান মানুষ এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় প্রায় ১ লাখ টাকার তহবিল গঠিত হয়। পরে এ তহবিল থেকে গত ১ এপ্রিল থেকে প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে ফিমেইল ফিজিশিয়ান’স এইড। তারা জানিয়েছে, কোনো পরিবার সাহায্যের জন্য যোগাযোগ করলে তাদেরকে ১০ দিনের সমপরিমাণ খাদ্যদ্রব্য সরবরাহ করছে সংগঠনটি। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আশা ব্যক্ত করে সংগঠনটি জানিয়েছে, চলমান সংকট সহসা শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে না। তাই তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। একটি গণমাধ্যমে তাদের কার্যক্রম প্রকাশিত হওয়ার পর অনেক বিত্তবান মানুষ ও সংস্থা তাদের প্রতি সাহায্যের হাত বড়িয়ে দিয়েছে। বর্তমানে বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংগঠনটি। খাদ্যদ্রব্য বিতরণ ছাড়াও তারা দরিদ্র পরিবারগুলোকে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ করিয়ে দিতে কাজ করে যাচ্ছে। প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়েপড়া করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে। বাংলাদেশে এ রোগটি প্রথম শনাক্ত করা হয় গত ৮ মার্চ। সংক্রামক এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ১৭ মার্চ থেকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পর ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ফলে সারাদেশ এক প্রকার অঘোষিত লকডাউন শুরু হয়। এতে সব থেকে বেশি বিপাকে পরে সমাজের খেটে খাওয়া মানুষ। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। আপনার মতামত দিন : SHARES সংগঠন সংবাদ বিষয়: