করোনাভাইরাস: দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৮২ Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ দেশে নতুন করে ১৮২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ এবং মারা গেছেন ৩৯ জন। সোমবার (১৩ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। দেশে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের। এসময়ের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ১৮২। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০৩। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬২৩টি। চিকিৎসা নিয়ে আরও ৩ জনসহ মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: