দেশে দ. কোরিয়ান আদলে বুথে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

করোনাভাইরাস শনাক্তকরণে দেশে দক্ষিণ কোরিয়ান আদলে বুথের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে অলাভজনক বেসরকারি সংস্থা জেকেজি হেলথকেয়ার।

প্রাথমিকভাবে আজ সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জের দুটি কেন্দ্রের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়েছে। এগুলো হলো: নারায়ণগঞ্জ উচ্চবিদ্যালয় ও সিদ্ধিরগঞ্জ এনডাব্লিউ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের ৮টি বিভাগে তিন শতাধিক বুথ করার পরিকল্পনা রয়েছে তাদের। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সম্পন্ন হচ্ছে সংগঠনটির পুরো কাজ। যেসব এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কম সেসব এলাকায় বাকি বুথগুলো হবে।

নমুনা সংগ্রহ যেভাবে 

বুথে স্বাস্থ্যকর্মীরা গ্লাসের ভেতরে সুরক্ষিত অবস্থায় রোগীদের স্যাম্পল সংগ্রহ করবেন। সারাদেশের বুথগুলোর মাধ্যমে স্যাম্পল সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। বুথে নমুনা সংগ্রহের পাশাপাশি রোগীর এলাকা, বয়স, ব্লাডগ্রুপ, ভোটার আইডি নম্বরও সংগ্রহ করবেন সংশ্লিষ্টরা। পরে তা আইইডিসিআরে পাঠানো হবে। সেখানে ল্যাবে পরীক্ষা করার পর জেকেজি হেলথকেয়ারে পাঠাবে আইইডিসিআর। পরে তা সংশ্লিষ্ট রোগীকে মোবাইলে ক্ষুদেবার্তায় পাঠানো হবে।

সূত্রে জানা গেছে, বুথ জীবানুমুক্ত রাখতে প্রতি ৩০ মিনিট পর টেনিটাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে। বুথে প্রবেশের আগে স্মোক সেনিটাইজেশনের মাধ্যমে রোগীদের শরীর জীবানুমুক্ত করা হবে। এর তারা বুথে প্রবেশ করবেন।

জানতে চাইলে জেকেজি হেলথকেয়া’র চিফ ভিজুয়ালাইজার হুমায়ুন কবির হিমু মেডিভয়েসকে বলেন, ‘করোনাভাইরাস শনাক্তকরণে সাউথ কোরিয়ার নমুনা অনুকরণে কার্যক্রম শুরু করেছি। তাদের হুবহু অনসরণ করা হচ্ছে না। আমাদের বুথগুলোতে তার চেয়ে অনেকটা উন্নতি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।’

বুথে কোন প্রক্রিয়ায় শনাক্তকরণ কাজ পরিচালিত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, যারা সেবা দেবেন তারা নিজেরা যেন আক্রান্ত না হন। সাধারণ প্রক্রিয়ায় করোনা শনাক্ত করতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মী ঝুঁকিতে পড়ে যান। এতে অনেকে করোনা সেবা দিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের এ পদ্ধতি। এছাড়া হাসপাতালগুলোতে করোনা রোগীদের ঘিরে সাধারণ রোগীদের মধ্যে একটি ভয় কাজ করে। কারণ বিদ্যমান প্রক্রিয়ায় তাদেরও সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে।

আপনার মতামত দিন :