করোনায় মৃত বাবার লাশ না নিয়ে ডেড সার্টিফিকেট নিয়ে গেলো সন্তানেরা !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে   করোনায় মৃত বাবার লাশ নিতে অস্বীকৃতি জানায় তার ছেলেরা। বাবা মারা যাওয়ার পর লাশটি এভাবেই ফেলে চলে যায় সন্তানেরা।

PPE  পড়া সন্তানটিকে বলা হলো জানাজায় অংশগ্রহণ করবে কি না,  উত্তরে সরাসরি না করে দেয়।

বাবার পেনশনের টাকা পাওয়ার জন্য শুধু তার ডেড সার্টিফিকেট  নিয়ে চলে গেছে তারা।  বাবার পেনশনের টাকা তারা ঠিকই নিয়ে নিবে কিন্তু বাবার লাশটা তারা নিয়ে গেলো না।

 

অথচ ২ দিন আগে চট্রগ্রামের পটিয়ায়  ৬ বছরের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেও শিশুর লাশটা রেখে পালিয়ে যেতে পারে নি বাবা।

আপনার মতামত দিন :