ভয়ংকর মহামারীর আশংকা পুরো দেশকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ ঘোষণা স্বাস্থ্য অধিদপ্তরের Jewel Das Jewel Das Guptha প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ দেশজুড়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সারাদেশকে করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে। এর কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি। এসব কারণে সংক্রামক রোগ ২০১৮ এর ১১ (১) ধারা ক্ষমতাবলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হলো। সংক্রমিত এলাকার জনসাধারণকে কিছু নির্দেশনা দিয়ে কঠোরভাবে এগুলো অনুসরণ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচাল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞপ্তির লিঙ্কঃ https://dghs.gov.bd/images/docs/Notice/Notice_16_04_2020_2.pdf আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: