নোয়াখালীতে স্বাচিপের উদ্যোগে বেসরকারী হাসপাতালের ডিউটি ডাক্তার দের মাঝে পিপিই বিতরণ Shahadat Shahadat Hossain প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ Name(required) Email(required) Website Message Submit স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে নোয়াখালীর বিভিন্ন বেসরকারী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে মাইজদী মর্ডান হাসপাতাল, নিরাময় হাসপাতাল, এপোলো হাসপাতাল,শমরিতা, আমেরিকান স্পেশালাইজড, উডল্যান্ড, নোয়াখালী ইউনাইটেড, সাউথ বাংলা, নোয়াখালী প্রাইভেট , ডায়াবেটিস সমিতি, সেন্ট্রাল, ট্রাস্ট ওয়ান,গুড হিল হাসপাতাল, হলি লাইফ, মাদারল্যান্ড, জননী, সিটি, মা ও শিশু, মেট্রো, রয়্যাল, গ্রামীণ হাসপাতালের ডিউটি ডাক্তার দের মাঝে এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ডাঃ রাজীব আহমেদ চৌধুরী, ডাঃ শাওবিদ মাস্তিয়া,ডাঃ ইব্রাহিম খলিল সহ অনেকেই। এদিকে সুরক্ষা সামগ্রী (পিপিই) পেয়ে আনন্দিত এবং নোয়াখালী স্বাচিপের সভাপতি ও সাধারণ সম্পাদক কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বেসরকারি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকবৃন্দ। তারা জানান, দেশের এই দুর্যোগকালীন মূহুর্তে নোয়াখালী স্বাচিপের এই কার্যক্রমে সত্যিই একটি দৃষ্টান্ত স্থাপণ করবে। আর জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান, করোনা ভাইরাসের মহামারীতে চিকিৎসকদের সুরক্ষায় আগে নিশ্চিত করতে হবে। আর এর জন্যে আমাদের নোয়াখালী স্বাচিপের পক্ষ থেকে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকবৃন্দের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরো বলেন, অতীতের মত যেখানো পরিস্থিতিতে, যেকোন প্রয়োজনে জেলার চিকিৎসকদের সাথে নোয়াখালী স্বাচিপ। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: