করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো, নতুন শনাক্ত ৪৯২

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস মহামারীতে আরও ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে এ ভাইরাসে এখনো পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৪৮ জন।

আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন। সঙ্গে ছিলেন অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২৬ হাজার ৬০৪টি। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৪৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা।  দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৪৮ জন। মারা গেছেন ১০১ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ চার হাজার ৫৫৫ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২৭৫ জন। সুস্থ হয়েছেন ছয় লাখ ২৫ হাজার রোগী।

আপনার মতামত দিন :