ইব্রাহীম কার্ডিয়াকের চিকিৎসকের করোনা শনাক্ত, ১৭ জন চিকিৎসক কোয়ারেন্টিনে

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের একজন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগে কর্মরত আছেন। এ ঘটনায় ভাসকুলার সার্জারি, নিউরোসার্জারি, অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১২ নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিটও সাময়িক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেলো এই হাসপাতালের ভাসকুলার ও নিউরোসার্জারি বিভাগ।

হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সূত্র জানিয়েছে, আক্রান্ত চিকিৎসক নিউরোসার্জারি বিভাগের হলেও ভাসকুলার বিভাগ ও নিউরোসার্জারি বিভাগর চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন।

ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিউরোসার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান এবং সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের কন্টাক্টেও গিয়েছিলেন তিনি। রববার বিকালে তার রিপোর্ট পাওয়া গেছে, সেখানে করোনা পজিটিভ এসেছে। কাল আরও দুজন চিকিৎসকের পরীক্ষা করা হবে।

আপনার মতামত দিন :