সোহরাওয়ার্দী হাসপাতালের ছয় চিকিৎসক করোনায় আক্রান্ত Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেডিকেল কলেজের পরিচালক উত্তম বড়ুয়া আজ শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এরই মধ্যে হাসপাতালে ভর্তি আছেন। বাকি চারজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ছয়জন চিকিৎসক কিভাবে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে উত্তম বড়ুয়া বলেন, আক্রান্ত ওই ছয়জনের মধ্যে এক চিকিৎসক দম্পতিও রয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত এক চিকিৎসক জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ শনিবার পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। তার স্ত্রীও একজন চিকিৎসক। তার স্ত্রীর নমুনা আগামীকাল সংগ্রহ করা হবে। সূত্র জানিয়েছে, এ ঘটনার পর সোহরাওয়ার্দীর অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের ১৫ জনেরও বেশি ডাক্তার এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। সরকার সম্প্রতি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে মনোনীত করে। এর পর গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের রোগী ভর্তি করানো শুরু হবে। এরই মধ্যে ওই হাসপাতালে চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: