দিল্লিতে সুইসাইড নোট লিখে চিকিৎসকের আত্মহত্যা Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ ভারতের দিল্লিতে সুইসাইড নোট লিখে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে তিনি ক্ষমতাসীন আম আদমি পার্টির এক এমএলএ’র হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন। রোববার (১৯ এপ্রিল) পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে। দুই পাতার সুইসাইড নোটে ওই চিকিৎসক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ওই নেতা তার কাছ থেকে অর্থ লুট করতে চেয়েছেন। তিনি অর্থ দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানান ওই এমএলএ। আর এ কারণেই নিজের মৃত্যুর জন্য এমএলএ প্রকাশ জারওয়াল ও তার সহযোগী কপিল নাগরকে তিনি দায়ী করেন। দিল্লির নাবিসারি এলাকার বাসিন্দা ছিলেন চিকিৎসক রাজেন্দ্র সিং। তিনি পানির ট্যাংকির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভাড়াটিয়ারা তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন। পুলিশ তার একটি ব্যক্তিগত ডায়েরিও উদ্ধার করেছে, যাতে হয়রানির বিবরণ রয়েছে। এতে তিনি বলেন, এই এমএলএ তাকে হত্যারও হুমকি দিয়েছেন। ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: