লকডাউনে তিন কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে: বিশ্ব খাদ্য সংস্থা !

Ashraful Ashraful

Islam Akash

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২টি দেশ পুরোপুরি বা আংশিকভাবে লকডাউন প্রয়োগ করেছে।

কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করেছে।

বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করেছে যে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে, করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ কমে যেতে পারে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বুধবার সকালে বেড়ে দাঁড়িয়েছে পৌনে ২ লাখের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৫ লাখ ৫৭ হাজার ১৮১ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৩১ হাজার ৮৫১ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ২৪৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে এবং ১ লাখ ৭৭ হাজার ৬৪১ জন রোগী মারা গেছে।

আপনার মতামত দিন :