করোনা থেকে নতুন জীবনে বিএসএমএমইউর অধ্যাপক ডা. শহীদুল্লাহ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

কোভিড১৯ থেকে সুস্থ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও চর্মরোগ এবং যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

গত ৮ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মেয়ে নীলিমা সিকদার ধরিত্রীরও (২০) আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গতকাল ২১ এপ্রিল দু’জনেরই নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল নেগেটিভ আসে।

অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার সব শুভানুধ্যায়ীর প্রতি বিশেষ করে যারা দোয়া করেছেন, এই সময়ে তার খোঁজ-খবর রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন এবং বর্তমান অবস্থায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) কোভিড১৯ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেন একই বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাসুদুর রহমান খান। তিনি আরো ১৪ দিন `কোয়ারেন্টাইন’ থাকবেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা।  দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ । মারা গেছেন ১২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৫ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে পৌনে দুই লাখ। সুস্থ হয়েছেন পৌনে সাত লাখ রোগী।

আপনার মতামত দিন :