সিঙ্গাপুরে নতুন করে করোনায় আক্রান্ত আরও ১০৩৭

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নতুন করে দেশটিতে আরও ১ হাজার ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭৮।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে অধিকাংশই বিভিন্ন ডরমিটরিতে বসবাসরত অভিবাসী শ্রমিক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮৯৬ জন।

বুধবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ১০১৬ এবং মারা গেছে একজন। তার আগের দিনের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১১১। তবে এদিন কারো মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

covid.jpg

এদিকে, করোনাভাইরাস প্রতিরোধের পদক্ষেপ হিসেবে দেশজুড়ে জারি লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সিঙ্গাপুর সরকার।

করোনা মোকাবিলায় লকডাউন আগামী ১ জুন পর্যন্ত জারি থাকবে। লকডাউনের আওতায় দেশের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। প্রথম দফায় সিঙ্গাপুরে ৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফায় তা আরও চার সপ্তাহ বাড়ানো হলো।

তবে প্রাদুর্ভাব শুরুর পর করোনার বিস্তার রোধে সিঙ্গাপুরের ভূমিকা প্রশংসিত হয়েছিল গোটা বিশ্বে। কিন্তু দ্বিতীয় দফায় দেশটিতে করোনার সংক্রমণ শুরু হয়েছে। আর এসব আক্রান্তের মধ্যে ৮০ শতাংশের বেশি দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিক। তারা বিভিন্ন জনবহুল গণরুমগুলোতে (ডরমেটরি) অবস্থান করছেন।

আপনার মতামত দিন :