করোনা : দেশে এক মাসে বেড়েছে ৭০০ গুণ!

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর ২৩ মার্চ এ সংখ্যা ছিল ছয় জন। এক মাস পর ২৩ এপ্রিল এই শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। সেই হিসাবে গত এক মাসে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭০০ গুণ।  স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘এক মাস আগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছিল ছয় জন। আজ আক্রান্তের সংখ্যা চার হাজার ১৮৬ জন। তাহলে বুঝতে পারছেন যে এক মাসে আমাদের শনাক্তের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। এই শনাক্তদের মধ্যে ৮৫ দশমিক ২৬ শতাংশই ঢাকা শহর এবং ঢাকা বিভাগের মধ্যে। এর মধ্যে ঢাকা শহরে ৪৫ দশমিক ৫১ শতাংশ আর ঢাকা বিভাগে ৩৯ দশমিক ৭৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে বেশি শনাক্ত হয়েছে ক্রমান্বয়ে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলা। শনাক্তদের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ এবং নারী ৩২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘২২ তারিখ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশ ৬০ বছরের বেশি বয়সের, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ২২ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সের ২৪ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সের ৮ শতাংশ এবং ১০ বা তার নিচেও ৩ শতাংশ ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সের মানুষ সর্বাধিক শনাক্ত হয়েছেন। কাজেই আবারও বলি তরুণ যুব সমাজ আপনারা ঘরে থাকুন। নিজেকে সুরক্ষিত করুন এবং অন্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করুন।’

ঢাকা শহরের পরিসংখ্যান তুলে ধরে নাসিমা সুলতানা জানান, ঢাকায় ১০টি এলাকায় সর্বাধিক আক্রান্ত রোগী আছেন। এর মধ্যে ক্রমান্বয়ে আছে রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজার, মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং মহাখালী।

আপনার মতামত দিন :